1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ২০ মে ২০২৪, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার বিধ্বস্ত: রাইসি ছাড়াও নিহত হলেন যারা হেলিকপ্টার দুর্ঘটনা: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছেন নালিতাবাড়ীতে বিনা উদ্ভাবিত ধানের ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত ঘুমের ঘোরে একা ঘরে পুড়ে অঙ্গার হলেন বৃদ্ধা হেলিকপ্টার দুর্ঘটনা: জীবিত উদ্ধারের আশা কমছে রাইসির বান্দরবানে যৌথবাহিনীর সঙ্গে গোলাগুলিতে ৩ কেএনএফ সদস্য নিহত বান্দরবানে ব্যাংক ডাকাতি ও সরকারি অস্ত্র লুটের প্রতিবাদে মানববন্ধন কেএনএফের নারী শাখার সমন্বয়কসহ দুজনকে কারাগারে প্রেরণ উপজেলা নির্বাচন : সারা দেশে ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন যেসব শর্তে পদত্যাগের হুমকি দিলেন ইসরায়েলি মন্ত্রী

তেলজাতীয় ফসলের উৎপান বৃদ্ধির লক্ষ্যে নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

  • আপডেট টাইম :: বুধবার, ১ নভেম্বর, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : ‘তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি’ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।

বুধবার (১ নভেম্বর) বিকেলে গেরাপচা গ্রামস্থ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপ-কেন্দ্রের প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

তেল ফসল প্রকল্প বিনা অংগ এর অর্থায়নে বিনা উদ্ভাবিত তেলজাতীয় ফসলের জাত পরিচিতি, চাষাবাদ পদ্ধতি এবং বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক এ প্রশিক্ষণে সভাপতিত্ব করেন বিনা উপ-কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ হোসেন।

এতে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিনা ময়মনসিংহের পরিচালক ড. মোঃ আব্দুল মালেক, বিনা ময়মনসিংহের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. শামছুন্নাহার বেগম, বিনা ময়মনসিংহের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. মোঃ রফিকুল ইসলাম।

অন্যান্যের মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুরের উপ-পরিচালক ড. সুকল্প দাস, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, বিনা উপ-কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ফয়সাল আহমেদ বক্তব্য রাখেন।

এছাড়াও বিনা উপ-কেন্দ্রের বৈজ্ঞানিক সহকারী মোবাশ্বিরা তাসনিমসহ উপজেলা কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৭৫ জন কৃষক-কৃষাণীর মাঝে বিনা উদ্ভাবিত বিনা সরিষা-৯ ও বিনা সরিষা-১১ জাতের ৭৫০ গ্রাম করে বীজ বিনামূল্যে প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!